মন্তব্য
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্ত্রি প্রকাশ করা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের রাজস্ব খাতের ২টি পদে মোট ৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। শেষ হবে ২১ অক্টোবর।
প্রতিষ্ঠানটিতে জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট পদে ৬ জন লোকবর নেবে। প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। বেতনস্কেল ৯০০০-২১৮০০ টাকা। উচ্চতা ১৬৩ সেমি ও বুকের মাপ ৭৬ সেমি।
অফিস সহায়ক পদে ৩৩ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০
আগ্রহী প্রার্থীরা http://cfcc.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে পারবেন।