আর্জেন্টিনা-ব্রাজিল মানেই টান টান উত্তেজনার ম্যাচ। উভয় দেশের পুরুষ ফুটবল দলের ক্ষেত্রে উত্তেজনাটা মূলত বেশি দেখা যায়। তবে নারী দলেরও জনপ্রিয়তা কম নয়। সোমবার রাতে ২য় প্রীতি ফুটবল ম্যাচে দু’দেশের নারী দল মুখোমুখি হয়েছিল। সাদা-আকাশীদের ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিলের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই মাঠে দপটের সাথে খেলছিলেন ব্রাজিলের নারী ফুটবলাররা। ১৯ মিনিটের মধ্যেই আর্জেন্টিনার জালে বল ঢোকায় ব্রাজিলের ফেরাজ। ম্যাচের ৩৭তম মিনিটে মার্তার গোলে ব্যাবধান দ্বিগুন হয়ে যায়। ২ গোলে এগিয়ে থেকে প্রমার্ধ শেষ করে হলুদেরা।
বিরতির পর আর্জেন্টিনাকে পাত্তা দেয়নি ব্রাজিলের নারীরা। ৪৮তম মিনিটে অলিভিয়ের গোলে ৩-০ তে এগিয়ে যায় তারা। তিন গোল হজমের পর ৫১ মিনিটে আর্জেন্টিনার হয়ে একটি গোল পরিশোধ করেন লারুকুয়েত্তে। এর একমিনিট পরই ব্রাজিলের অ্যাসিস রিবেইরো ৪র্থ গোলটি করেন। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। প্রথম ম্যাচে ব্রাজিল জিতেছিল ৩-১ গোলের ব্যবধানে।