জাতীয় ক্রিকেট দলের কোচ জালাল আহমেদের ইন্তেকাল

২১ সেপ্টেম্বর ২০২১

সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

 

ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন জালাল আহমেদ। গত ১৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে আরো অবনতি হয় এবং প্রথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যান।


মন্তব্য
জেলার খবর