অভিনয়ে নাম লেখালেন সাবেক টাইগার ওপেনার

২১ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গুল্লু এবার অভিনয়ে পা রাখতে যাচ্ছেন। দীপ্ত টিভি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ তাকে দেখা যাবে। প্রতি মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ধারাবাহিকটি প্রচারিত হবে বলে জানা গেছে।

 

জানা যায়, নাটকে একটি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাভেদ ওমর। মাঠে টস, অতিথির বক্তব্য ও খুদে ক্রিকেটারদের টিপস দিতে দেখা যাবে তাকে।

 

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’র চিত্রনাট্য সাজিয়েছেন আসফিদুল হক, সংলাপ রচনা করেছেন মো: মারুফ হাসান ইমন। ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

 

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সাফানা নমনি, অনিন্দ্য, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মম-সহ আরও অনেকে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর