বাগেরহাটের সাতাশ ইউপির পঁচিশে নৌকার জয়

২১ সেপ্টেম্বর ২০২১

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে সাতাশটি ইউনিয়ন পরিষদের মধ্যে পঁচিশটিতে ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বাকি দুটিতে নির্বাচত হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। আর ৩৭ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। সবমিলে এ জেলায় ৬৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে সোমবার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া ইউপিতে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট হয়।

 

চেয়ারম্যান পদে ভোট হওয়া ইউপির মধ্যে মোরেলগঞ্জে ১৪টি, রামপালে ৪টি, কচুয়ায় ২টি, চিতলমারী ৩টি, ফকিরহাটে ৩টি এবং শরণখোলায় ১টি ইউনিয়ন রয়েছে। মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে ১২টিতে নৌকা এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন- পঞ্চকরনে রাজ্জাক মজুমদার, দৈবজ্ঞহাটি সামছু মল্লিক, বনগ্রামে রিপন দাস, বলইবুনিয়ায় শাহজাহান আলী, হোগলাবুনিয়ায় মোঃ আকরামুজ্জামান, বহরবুনিয়ায় রিপন তালুকদার, মোরেলগঞ্জ সদরে হুমায়ুন কবির মোল্লা, তেলিগাতী ইউনিয়নে মোরশেদা আক্তার, পুটিখালীতে আব্দুর রাজ্জাক, রামচন্দ্রপুর আব্দুল আলিম, জিউধরায় জাহাঙ্গীর আলম বাদশা এবং চিংড়াখালী ইউনিয়নে আলী আক্কাচ বুলু। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন- হোগলাপাশা ইউনিয়নে যুবলীগ নেতা মোঃ ফরিদুল ইসলাম এবং বারইখালী ইউনিয়নে আব্দুল আউয়াল খান মহারাজ।

 

কচুয়ায় নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন- ধোপাখালিতে শেখ মকবুল হোসেন এবং মঘিয়ায় পঙ্কজ কান্তি অধিকারি। রামপালে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন- বাইনতলায় ফকির আব্দুল্লাহ, উজুলকুরে মুন্সি বোরহান উদ্দিন, গৌরম্বায় মোঃ রাজিব সরদার এবং পেরিখালি ইউনিয়নে রফিকুল ইসলাম বাবুল। চিতলমারীতে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন- বড়বাড়িয়ায় মোহাম্মাদ মাসুদ সরদার, সদর ইউনিয়নে মোঃ নিজাম উদ্দিন শেখ এবং কলাতলায় মোঃ বাদশা মিয়া। ফকিরহাটে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থীরা হলেন- লখপুরে এমডি সেলিম রেজা, বাহিরদিয়ায় রেজাউল করিম ফকির এবং শুভদিয়ায় মোঃ ফারুকুল ইসলাম। শরণখোলার ধানসাগর ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী মাইনুল ইসলাম টিপু বিজয়ী হয়েছেন।

 

নূরুজ্জামান শেখ/এমকে

 


মন্তব্য
জেলার খবর