মন্তব্য
চলমান সেপ্টেম্বর মাসের ২১ দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই ঢাকার। একই সময়ে মারা গেছেন ১৩ জন ডেঙ্গু রোগী।মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রদত্ত তথ্য থেকে এসব জানা যায়।
কন্ট্রোল রুমের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ২১১ জন ঢাকায়, বাকি ৩৫ জন ঢাকার বাইরে। বর্তমানে ভর্তি আছেন ১ হাজার ৩১ জন। এর মধ্যে ৮৩৬ জন ঢাকায়, বাকি ১৯৫ জন ঢাকার বাইরের বিভাগে। চলতি বছরে এ পর্যন্ত ভর্তি হয়েছেন, মারা গেছেন ৫৯ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ১৫ হাজার ১৩২ জন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এমকে