ফোক স্টেশনে আঁখি আলমগীর

২২ সেপ্টেম্বর ২০২১

আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান ফোক স্টেশনে ফোক গান গেয়েছেন জনপ্রিয় সংগীত তারকা আঁখি আলমগীর।

‘ফোক স্টেশন সিজন-৪’ এর দ্বিতীয় পর্বে তার গাওয়া গানগুলো হলো- আইছে দামান সাহেব হইয়া, বসন্ত আসিল সখি, হায় বাঙালি, সাগর কূলের নাইয়া, হলুদ বাটো মেন্দি বাটো এবং বন্ধু কাজল ভ্রোমরা রে।

আগামী শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে এই পর্বটি প্রচার হবে।


মন্তব্য
জেলার খবর