মন্তব্য
বিশ্বের দেশগুলোকে বিরোধ একপাশে সরিয়ে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে রাখা বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বাইডেন বলেন, কোভিড-১৯ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলাসহ আরও নানা সংকটের শান্তিপূর্ণ সমাধানে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানাচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি । আমাদেরকে অবশ্যই একযোগে কাজ করতে হবে, যেমনটি আগে কখনও করা হয়নি। যুক্তরাষ্ট্র নতুন করে স্মায়ুযুদ্ধে জড়াতে চায় না।
বিবিসি ও রয়টার্স