শেষ ওভারের নাটকীয়তায় জয় পেয়েছে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৪ রান। ম্যাচের এমন অবস্থা বলে দিচ্ছিল আজ জয় পাবে না মোস্তাফিজের দল। কিন্তু কার্তিক তিয়াগীর দুর্দান্ত বোলিংয়ে ওই ওভারে মাত্র ২ রান করতে পারে পাঞ্জাব কিংস। এই রান করতে গিয়ে ২ উইকেট খোয়ায় তারা।
ক্রিকেট গোল গুটির খেলা। কখন কোন দিকে মোড় নেবে তা বলা মুশকিল। রাজস্থান-পাঞ্জাবের ম্যাচটি ছিল এমনই। মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। ব্যাটিং করতে নেমে মারমুখী হয়ে ওঠেন রাজস্থানের দুই ওপেনার। এভিন লুইস-যশস্বী জাসওয়াল ওপেনিং জুটিতে করেন ৫৪ রান। ২০ ওভার অবদি ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান করে রাজস্থান রয়্যালস। পাঞ্জাবের আর্শদীপ সিং ৫টি উইকেট নেন। এছাড়া সামি নেন ৩টি উইকেট।
জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন পাঞ্জাবের দুই ওপেনার মায়াঙ্ক-রাহুল। তাদের জুটি থেকে আসে ১২০ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে লক্ষ্যপানে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছিল পাঞ্জাব। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৪ রান। কিন্তু ভাগ্য সহায় ছিল না তাদের। মাত্র ২ রান করে পাঞ্জাব। ফলে ২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। বরাবরে মতো টাইগার পেসার মোস্তফিজ এদিনও কম খরুচে বল করেন। তবে কোনো উইকেট পাননি।