বিশ্বকাপ আয়েজন করতে চায় বিসিবি

২২ সেপ্টেম্বর ২০২১

আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এককভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এককভাবে আয়োজন করতে চায়। এ লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে আবেদন করেছে বিসিবি। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।

 

বোর্ড সভাপতি বলেন, ‘এককভাবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হতে আবেদন করেছি। কারণ এই আসর করার জন্য যে কয়টা স্টেডিয়াম দরকার সেটা আমাদের আছে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে আবেদন করেছি। ওই বিশ্বকাপের জন্য যে কয়টি স্টেডিয়াম দরকার সেটা আমাদের নেই, দুটি দেশ মিলে করা যায়।

 

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা তিন দেশ-বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান মিলে আবেদন আয়োজন করার আবেদন জানিয়েছি বলেও জানান পাপন।


মন্তব্য
জেলার খবর