পাকিস্তানে তামিমদের পাঠাবে না বিসিবি

২২ সেপ্টেম্বর ২০২১

সম্প্রতি নিরাপত্তার প্রশ্ন তুলে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই সঙ্কটের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনই মুহুর্তে বাংলাদেশকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছে তারা। তবে এখনই টাইগারদের পাকিস্তান সফরে পাঠাতে চায় না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির মিডিয়া অপারশেন্সের প্রধান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘বাংলাদেশ দলের খেলোয়াড়রা সবাই ছুটিতে আছে। অক্টোবরের চার তারিখে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে যাবে। এখন এটা সম্ভব নয়। বাংলাদেশ এটা নিয়ে আপাতত কিছুই ভাবছে না। বাংলাদেশের ‘এ’ দলের বিভিন্ন সফর থাকে। কিন্তু এখন এরকম কোনো পরিকল্পনা নেই।’

 

সম্প্রতি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিন্তু নিরাপত্তার অযুহাত দেখিয়ে কোনো ম্যাচ না খেলেই চলে আসে কিউইরা। এরপর পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু তারাও সফর বাতিল করে। ফলে বেশ সঙ্কটে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


মন্তব্য
জেলার খবর