সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

২২ সেপ্টেম্বর ২০২১

লেনদেনের সঙ্গে উত্থান ঘটেছে তিন সূচকের সবগুলোর। সেই সঙ্গে চার হাজার ৫২ কোটি টাকা বেড়েছে বাজার মূলধনের পরিমাণ। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে  দর বেড়েছে ২২৪টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত ছিল বাকি ৩৫টির।মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিস্থিতি ছিল এমনই।

তথ্যানুযায়ী, ডিএসইএক্স সূচক ৫২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে সাত হাজার ২৫৮ দশমিক ৫৭ পয়েন্টে, ডিএসইএস সূচক ১৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৮৬ দশমিক ৯৬ পয়েন্টে  আর ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৫৬ পয়েন্ট অবস্থান করে। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৭৭ হাজার ৫৫ কোটি টাকায়। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৪৭ কোটি ৪৬ লাখ টাকা, লেনদেন হয় এক হাজার ৯১০ কোটি তিন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণটা ছিল এক হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকা।  শুরু থেকে শেষ পর্যন্ত লেনদেনের ধারা উত্থান ছিল মঙ্গলবার।

লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে   বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে প্যাসিফিক ডেনিমস লিমিটেড শীর্ষে ওঠে আসে। শীর্ষে শেয়ার লেনদেন হয় ১৪৪ কোটি ৬৩ লাখ টাকার ও দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৮৬ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর