অষ্টম শ্রেণি পাসে বুয়েটে চাকরি

২২ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১৯টি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‍বিজ্ঞপ্তি অনুসারে শর্তপূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর।

 

পদ ও আসন সংখ্যা:

ড্রাফটসম্যান ১ জন, ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান ৩ জন, পি.এ কম্পট্রোলার অফিস ১ জন, উচ্চমান সহকারী ১ জন, লাইব্রেরি সহকারী কাম ডকুমেন্টেশন সহকারী ২ জন, ল্যাব: ইনস্ট্রাক্টর-কাম-স্টোরকিপার ৩ জন, ল্যাব ডেটা এন্ট্রি অপারেটর ১ জন, ড্রাইভার ২ জন, এলডিএ কাম কম্পিউটার অপারেটর ২ জন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ১ জন, সহকারী ক্যাশিয়ার ১ জন, ড্রাইভার (হালকা লাইসেন্স) ১ জন, ল্যাব অ্যাটেনডেন্ট ১ জন, শপ অ্যাটেনডেন্ট ১ জন, লাইব্রেরি অ্যাটেনডেন্ট ৩ জন, অফিস অ্যাটেনডেন্ট ১ জন, এমএলএসএস ৩ জন, গার্ড ১ জন, ভেহিক্যাল ১ জন,

 

প্রার্থীকে আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিস বরাবর পাঠঅতে হবে। প্রার্থীকে পদের নাম, অফিস/বিভাগের নাম আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন (www.buet.ac.bd/regoffice)।


মন্তব্য
জেলার খবর