হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার, অস্ত্র উদ্ধার

২২ সেপ্টেম্বর ২০২১

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের বাসচালক লিয়াকত সিকদার হত্যা মামলায় আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ মোল্যা (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে দুটি ধারালো অস্ত্র।  এ মামলায় ১ নম্বর আসামি তিনি। একই সঙ্গে এ মামলার আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

গ্রেফতারকৃত অন্য আসামিরা হলো- সীমাখালী গ্রামের রুবেল শেখ (৩০) এবং একই গ্রামের গোপীনাথ গুহ গোপী (৩০)। ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা অস্ত্র দু’টি  হত্যাকান্ডে ব্যবহার করা হয়।  এর আগে এ মামলার আরেক আসামি সীমাখালী গ্রামের নাসিম সিকদারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, গ্রেফতাররা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।  মামলার বাদি ও লিয়াকত সিকদারের  স্ত্রী আসমা খাতুন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে হত্যা করেছে আসামিরা। এ হত্যাকাণ্ডের মামলায় ১৭ জনের নামসহ অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকায় সড়কের পাশ থেকে লিয়াকত সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

ফরহাদ খান/এমকে

 


মন্তব্য
জেলার খবর