এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের টার্নআউট মোটামুটি ভালো হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৩ প্রার্থী চেয়ারম্যান পদে অভিষিক্ত হওয়া এ নির্বাচনকে স্নান করে দিয়েছে। নির্বাচনে ঘটনা বা দুর্ঘটনা যা-ই হোক না কেন, তার দায় নির্বাচন কমিশনের ওপরই এসে পড়ে। এমনটাই মনে করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ‘সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা ও ইউপি নির্বাচন সম্পর্কে আমার কথা’ শিরোনামে লিখিত বক্তব্যে এমন মন্তব্যসহ এ নির্বাচনের বিভিন্ন দিকে তুলে ধরেন তিনি। বুধবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ বক্তব্য দেন।
বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনে বহুদলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসীন হওয়াকে নির্বাচিত হওয়া বলা যায় কি? আমার কাছে মনে হয়- ভোটারদের নির্বাচন বিমুখতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত । তিনি জানান, এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা জড়িত, এ অবস্থার পরিবর্তন কেবল নির্বাচন কমিশনের ওপরই নির্ভর করে না। রাজনৈতিক সমঝোতা ছাড়া এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়।
১৭-২১ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিনের জন্য নিজে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন জানিয়ে এ কমিশনার বলেন, এ সংক্ষিপ্ত সময়ে আকস্মিকভাবে নির্বাচনী ব্যবস্থাপনার পরিবর্তন করা সম্ভব নয়। তারপরও নির্বাচনের সব দুর্ঘটনার (বিশৃঙ্খলা, অবৈধভাবে ব্যালটে সিল মারা, প্রতিপক্ষকে হুমকি প্রদান ইত্যাদি অনাকাঙ্ক্ষিত বিষয়) পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেয়া হয়েছে। যেসব স্থানে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেখানে দোষীদের প্রমাণ সাপেক্ষে আটক করা হয়েছে। অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহড়া দেয়া ব্যক্তিদের ভিডিও ফুটেজ দেখে আটক করা হয়েছে। অধিকতর তদন্ত করে আরো অনেককে আইনের আওতায় আনা হবে, সহিংসতা রোধে কাউকে ছাড় দেয়া হয়নি,হবে না- যোগ করেন মাহবুব তালুকদার।
এমকে