বিশ্বের জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এটি। প্রয়োজনে-অপ্রয়োজনে প্রায় প্রতিটি মানুষ ব্যবহার করে এই সামাজিক মাধ্যমটি। দেশ ও দেশের বাইরে মুহূর্তেই যোগাযোগ করা যায় এর মাধ্যমে। বিভিন্ন ঘটনা মুহুর্তেই সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে ফেসবুকের কল্যাণে।
ফেসবুক এবার বহনযোগ্য ভিডিও কলিং ডিভাইস আনতে যাচ্ছে। ডিভাইসটির সাহায্যে ব্যক্তিগত, ব্যবসায়িক ও দাপ্তরিক কাজে যোগাযোগ কিংবা মিটিং করতে পারবেন ব্যবহারকারীরা।
মঙ্গলবার ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। সেই সঙ্গে ভিভাইস দু’টির মডেল- ‘পোর্টাল গো’ ও ‘পোর্টাল প্লাস’ উপস্থান করেন। ১০ ইঞ্চি স্ক্রিনের ‘পোর্টাল গো’র মূল্য ১৯৯ মার্কিন ডলার এবং ১৪ ইঞ্চি স্ক্রিনের ‘পোর্টাল প্লাস’ এর মূল্য ৩৪৯ মার্কিন ডলার।