বলিউডকে সবচেয়ে নিষ্ঠুর বললেন আলিয়া

১৬ ফেব্রুয়ারী ২০২২

বলিউডের দর্শক নন্দিত অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডে পার করেছেন দশকরেও বেশি সময় ধরে। শাহরুখ খান, সঞ্জয় দত্ত থেকে শুরু ভারতের শীর্ষস্থানীয় অনেক তারকার সঙ্গেই কাজ করেছেন তিনি। পরবর্তী ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'তে অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে তাকে।

 

এতো দীর্ঘ সময় ধরে বলিউডে কাজ করলেও বলিউডকে 'সবচেয়ে নিষ্ঠুর ইন্ডাস্ট্রি' বলেও আখ্যা দিয়েছেন আলিয়া। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ২৮ বছর বয়সী তারকা বলেন, প্রধান বিষয় হলো, আপনাকে কাজের মধ্যেই জীবন-যৌবন সবকিছু দিতে হবে। কেবল তবেই আপনি টিকতে পারবেন।

 

আলিয়া বলেন, অজয় হোক বা শাহরুখ, সেটে কেউ সুপারস্টারের দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন না। তারা সাধারণ অভিনেতার মতোই সেটে আসেন, কাজ করেন এবং বাড়ি ফিরে যান।


মন্তব্য
জেলার খবর