ভ্রুণ হত্যার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

২২ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বারবার ভ্রুণ নষ্ট করার অভিযোগে নিজের স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন সাজু আক্তার নামের এক নারী। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে মামলাটি হয়। মামলাটি তদন্তের জন্য চান্দগাঁও থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

সাজু আক্তার রাঙ্গুনিয়া উপজেলার খিলমোগল খামারিপাড়া হোসনাবাদ এলাকার  ইসহাকের ছেলে সফিউল আলমের স্ত্রী। সফিউল দুবাই থাকতেন, বিদেশ থেকে আসা—যাওয়ার মাঝে গর্ভধারণ করতেন সাজু আক্তার। পারিবারিকভাবেই বেশ কয়েক বছর আগে বিয়ে হয় এ দম্পতির। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ।

মামলার এজাহারসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনের অসহযোগিতায় বারবার মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হন মামলার বাদী। কখনো জ্বর—সর্দির ওষুধ, কখনও ভিটামিনের নামে জন্মনিরোধক ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানো হয়। গর্ভপাতে আপত্তি করলে তালাকের হুমকিসহ পরিবারের লোকজনকে দিয়ে শারীরিক, মানসিক নির্যাতন করাতেন স্বামী। শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে অতিষ্ঠ সাজু আক্তার ২০২০ সালের জুলাই মাসে তার বোনের বাসা বহদ্দারহাটের ফরিদার পাড়ায়ও চলে আসেন। পরবর্তীতে ২০২১ সালের ২৯ আগস্ট দেশে ফিরে সফিউল আলম তার ঘরে সাজুকে ফিরিয়ে নিয়ে আসেন। এর মধ্যে তার স্ত্রী আবারো গর্ভধারণ করলে আগের মতোই গর্ভপাতের অপচেষ্টায় লিপ্ত হন সফিউল আলম। কিন্তু রাজি না হওয়ায় সাজুর ওপর অত্যাচার করতে শুরু করেন সফিউলসহ তার পরিবারের লোকজন। তাই বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।

 

দিলীপ তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর