চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালু হবে ডিসেম্বরে

২২ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী বছরের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালু করা হবে। ট্রেন চালু হলে পর্যটকদের ব্যাপক হারে আগমন ঘটবে, এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। বুধবার দুপুরে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের নিকট গুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্রাক নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

কক্সবাজার শহরের কাছে আইকনিক স্টেশন বিল্ডিং নির্মাণস্থানে উপস্থিত হয়ে রেলমন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, আগামী জুন পর্যন্ত এর নির্ধারিত মেয়াদ ধরা আছে। করোনাকালীন কাজ করতে সমস্যা এবং নির্দিষ্ট সময়ে সরকারি কিছু স্থাপনার জমি পেতে সমস্যার কারণে কাজ বিলম্বিত হয়। তাই এর উদ্বোধন ছয় মাস পিছিয়ে নির্ধারণ করা হয়েছে।

আইকনিক স্টেশনের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে রেলমন্ত্রী বলেন, এখানে যাত্রীরা এসে থাকতে পারবে, এমনকি তাদের মালামাল রাখার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। চকরিয়া থেকে মাতারবাড়ি পর্যন্ত ১৮ কিলোমিটার নতুন রেললাইন নির্মিত হবে বলেওে এ সময় জানান রেলমন্ত্রী।

পরিদর্শনকালে কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এডিবির অর্থায়নে প্রথম পর্যায়ে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার নতুন সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেললাইন নির্মিত হচ্ছে । বর্তমানে এ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬২ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজারকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনাসহ পর্যটকরা সাশ্রয়ী আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের সুযোগ পাবেন।

দিলীপ তালুকদার/এমকে


মন্তব্য
জেলার খবর