মন্তব্য
জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, কাশ্মীরের ৭৪ বছরের সংকটের সমাধানের পক্ষে নিজেদের অবস্থান আমরা বজায় রেখেছি। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে এবং জাতিসংঘের প্রস্তাব-সংশ্লিষ্ট কাঠামোর মধ্যে থেকে হিমালয় অঞ্চলের সংকটের সমাধান হওয়া উচিত।
চীনে উইঘুর মুসলমান ও মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ও তুলে ধরে এরদোগান বলেন, উইঘুর মুসলমানদের মৌলিক অধিকারের সুরক্ষায় আরও পদক্ষেপ নেওয়া উচিত। রোহিঙ্গা মুসলমানদের মর্যাদাপূর্ণ, স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবর্তনে আমরা সমর্থন দিচ্ছি।
ডন অনলাইন ও টাইমস অব ইন্ডিয়া