সংসার ভাঙায় খুশিতে পার্টি!

২৩ সেপ্টেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রের ৪৫ বছর বয়সী বাসিন্দা সোনিয়া গুপ্ত ১৭ বছর পর বিবাহিত জীবনের ইতি টেনেছেন।

নিজের বিবাহিত জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে মুক্তির আনন্দে ডিভোর্স পার্টি দিয়েছেন তিনি।

তিনি পার্টিতে ঝলমলে রঙিন পোশাকের ওপর ’ফাইনালি ডিভোর্স’ লেখা সাটিন স্যাশ পরেন। 


মন্তব্য
জেলার খবর