মন্তব্য
ভারতের গোয়ায় সড়ক দুর্ঘটনায় মারাঠি জনপ্রিয় অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে ও তার দীর্ঘদিনের প্রেমিক শুভম নিহত হয়েছেন।
আগামী মাসে প্রেমিক শুভম দাদগেরের সঙ্গে বাগদান হওয়ার কথা ছিল ঈশ্বরী দেশপাণ্ডের।
আরপোড়া ও হাদফাদে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটি বগা ক্রিকের মোহনায় গিয়ে পড়ে।
টাইমস অব ইন্ডিয়া