সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন কমেছে

১৬ ফেব্রুয়ারী ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর কমেছে।  মিশ্র প্রবণতা দেখা গেছে সূচকের। আর  আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন, পরিমাণে ১০ কোটি ৭০ লাখ টাকা।

লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে  দর কমেছে ২২১টির, বেড়েছে ১১২টির এবং অপরিবর্তিত ছিল  বাকি ৪৬টির। সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ২৩ দশমিক ৯৬ পয়েন্ট কমলেও ডিএসইএস শূন্য দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে। বাকি ডিএস-৩০ সূচক ডিএসইএক্স সূচকের মতোই কমেছে, ৭ দশমিক ৮৭ পয়েন্ট।দিন শেষে ডিএসইএক্স  সাত হাজার ৩৬ দশমিক ৭৭, ডিএসইএস এক হাজার ৫২০ দশমিক ০১ ও ডিএস-৩০ দুই হাজার ৫৮৯ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে।

আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১০ কোটি ৭০ লাখ টাকা, লেনদেন হয় এক হাজার ২৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ২৪১ কোটি ৭৭ লাখ টাকা।

মঙ্গলবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে।  লেনদেনের তালিকায় টাকার অঙ্কে ফরচুন শুজ লিমিটেড লেনদেনের শীর্ষে নাম লেখায়, ২৫৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।  আর ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে এপেক্স ফুডস লিমিটেড। অন্যদিকে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই ধরণের চিত্র দেখা গেছে বলে জানা গেছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর