অভিনেত্রী ইন্দ্রানী দত্তের কন্যা রাজনন্দিনী পাল বলেছেন, সৃজিত মুখোপাধ্যায় আর আমাকে নিয়ে যে বিতর্কের সূত্রপাত সেটা কিন্তু সংবাদমাধ্যমেরই তৈরি। আমাকে জড়িয়ে দেওয়া হয়েছিল, এটাই আমার বলার। বয়সে সৃজিত আমার পিতৃসম। তাকে নিয়ে এর বেশি আর কিছু বলার নেই। সৃজিত আমার বন্ধু, গাইড, মেন্টর।
প্রথম কাজেই ‘সৃজিত’ সম্বোধন করছেন এমন প্রশ্নে এ নায়িকা বলেন, আমি কিন্তু তাকে ‘আঙ্কেল’ বলে ডেকেছিলাম। এতে পরিচালক ক্ষুণ্ণ হয়েছিলেন। শুধু সৃজিত বলে ডাকার অনুরোধ জানিয়েছিলেন। আমি নিজে থেকে কিছুই করিনি।
রাজনন্দিনী বলেন, সৃজিত আমাকে তার ‘এক যে ছিল রাজা’ ছবির জন্য ডেকেছিলেন। যেখানে যীশু সেনগুপ্তের বিপরীতে ‘বাচ্চা বৌ’ দরকার ছিল। আমি তখন খুবই ছোটো। এখন তো আর সেই বয়সে নেই! তবে আমার উপযুক্ত চরিত্র পেলে সৃজিত আবার ডাকবেন, এটা আমি জানি।
আনন্দবাজার অনলাইন