আফগান শিবিরে দুঃসংবাদ, ৮ জনের করোনা শনাক্ত

১৬ ফেব্রুয়ারী ২০২২

টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। গত ১২ ফেব্রুয়ারি তারা এ দেশের মাটিতে পা রাখে। এরইমধ্যে বড় দুঃসংবাদ এলো আফগান শিবিরে। আফগানদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ মোট ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে আক্রান্তদের নাম প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে এ খবর জানানো হয়েছে।

 

আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। টি- টোয়েন্টি সিরিজ হবে ঢাকায়। আগামী ৩ ও ৫ মার্চ শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। দুই সংস্করণের জন্য আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছে সফরকারীরা।

 

আফগানিস্তান ওয়ানডে দল:

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদজাই ও ফরিদ আহমেদ মালিক।

 

টি-টোয়েন্টি দল:

রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, ডারউইশ রাসুলি, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।

 

আরআই


মন্তব্য
জেলার খবর