নুসরাত সুখে থাকুক : নিখিল

২৩ সেপ্টেম্বর ২০২১

নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিল জৈন বলেছেন, ‘তার স্কুলের ছোটবেলার বন্ধুকে নিয়ে যে ধরনের শারীরিক সম্পর্কের ইঙ্গিত করা হয়েছে, তা ন্যক্কারজনক। নুসরাত আমার স্কুলের বন্ধুদের জড়িয়ে নোংরা গল্প বানিয়েছে।’

ঘনিষ্ঠ বন্ধুর বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে তার সঙ্গে বন্ধুর যে যৌন সম্পর্কের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তাতেও ক্ষুব্ধ নিখিল। তিনি, ‘ও আমার ছোটবেলার বন্ধু। ওর পরিবারের সঙ্গে আমার পরিবারের খুবই ঘনিষ্ঠতা। সেই ঘনিষ্ঠতা নিয়ে এত নোংরা ব্যাখ্যা করা হলো।’

নিখিল বলেন, ‘যশের সঙ্গে নুসরাতের বিয়ে হয়ে গেছে। তাদের সন্তান ঈশান জন্ম নিয়েছে। নুসরাত পরিবার পেয়েছে, তা নিয়ে সুখে থাকুক। আমার সম্পর্কে এসব বলে ও কী প্রমাণ করতে চাইছে?’


মন্তব্য
জেলার খবর