বেড়েছে লেনদেন, পতন সূচকের

২৩ সেপ্টেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  দিন শেষে বুধবার তার আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৪০ কোটি ৬৫ লাখ টাকা। তবে পতন ঘটেছে তিন সূচকের সবগুলোর, আর ৮৯৬ কোটি টাকা কমেছে বাজার মূলধন। শেয়ারে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ২০৯টির ও  অপরিবর্তিত ছিল বাকি ৪২টির ।

তথ্য বলছে, ডিএসইএক্স সূচক ১৬ দশমিক ৭২ পয়েন্ট কমে সাত হাজার ২৪১ দশমিক ৮৪ পয়েন্টে, ডিএসইএস সূচক চার দশমিক ৪৪ পয়েন্ট কমে এক হাজার ৫৮২ দশমিক ৫২ পয়েন্টে ও  ডিএস৩০ সূচক ১২ দশমিক ৭৯ পয়েন্ট কমে দুই হাজার ৬৭৩ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করে। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৭৬ হাজার ১৫৯ কোটি টাকায়। লেনদেন হয় দুই হাজার ১৫০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৯১০ কোটি তিন লাখ টাকা। বুধবার শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র ছিল লেনদেনে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে ওরিয়ন ফার্মা লিমিটেড আর দর বৃদ্ধিতে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড শীর্ষে ওঠে আসে। শীর্ষে থাকা  কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৩৩ কোটি ২৪ লাখ টাকার। আর  দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৭২ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর