বিদেশি মদসহ যুবক আটক

২৩ সেপ্টেম্বর ২০২১

তারিকুল ইসলাম, শেরপুর:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে ১৬ বোতল বিদেশি মদসহ  শাহীন আলম নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে রাজনগর ইউনিয়নের বেপারীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহীন আলম উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ভুরুঙ্গা কালাপানি এলাকার  নওশেদ আলীর ছেলে।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, শাহীন আলম দীর্ঘদিন ধরে শেরপুরের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।  আটকের পরে শাহীনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর