রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ৭৪ পিস ইয়াবাসহ এক নারী ও ৩ কেজি ৭ শ’ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বড় দূর্গাপুর গ্রামের শলতেখালি নদীর পাড়ের রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- বড় দূর্গাপুর গ্রামের মৃত ইজার উদ্দিন শেখের ছেলে আনোয়ার হোসেন শেখ (৬০) ও খুলনা সদরের নতুন বাজার এলাকার মানিক শেখের স্ত্রী আশা বেগম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছে এসব মাদকদ্রব্য পাওয়া যায়। বুধবার রাতে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রামপাল থানায় একটি হয়েছে।
রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। আশা বেগমের স্বামী মানিক শেখকে ধরতে অভিযান অব্যাহত আছে। মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স অব্যাহত থাকবে।
অমিত পাল/এমকে