একমাসের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু: স্থানীয় সরকারমন্ত্রী

২৩ সেপ্টেম্বর ২০২১

মাস দুইয়েক ধরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে দেশে, বিশেষত রাজধানী ঢাকায়। প্রায় প্রতিদিনই  দুই শতাধিক বা দুই শ’য়ের কাছাকাছি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর। এনিয়ে নগরবাসীর মাঝে বিরাজ করছে ডেঙ্গু আতঙ্ক। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী  তাজুল ইসলাম বলেছেন, আগামী একমাসের মধ্যেই ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে।বৃহস্পতিবার ‘ইইউ সাপোর্ট টু হেলথ অ্যান্ড নিউট্রিশন টু দি পুওর ইন আরবান বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী কর্মশালা শেষে  সাংবাদিকদের এ আশার কথা শুনিয়েছেন তিনি।রাজধানী ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এ কর্মশালা হয়।

মন্ত্রী তাজুলের মতে- জলবায়ুর প্রভাবের সঙ্গে  লকডাউন এবং ঈদের ছুটিতে অনেকেই নিজ এলাকায় যাওয়ায় এবং নির্মাণ শ্রমিকরা ছুটিতে থাকায় এডিস মশার উপদ্রব কিছুটা বৃদ্ধি পেয়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে মে-জুন থেকে আরম্ভ করে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত এডিস মশার উপদ্রব বেশি থাকে।  ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, নগরবাসীর সচেতনতা, জলবায়ু পরিবর্তন, সিটি করপোরেশন ও মন্ত্রণালয়ের সর্বাত্মক কার্যক্রমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। সকাল-বিকাল নিয়মিত স্প্রে করা হচ্ছে। এডিস মশার প্রজনন ধ্বংসের বিষয়ে মানুষকে বিভিন্নভাবে সচেতন করা হয়েছে। ডেঙ্গু একটি গ্লোবাল চ্যালেঞ্জ জানিয়ে মন্ত্রী তাজুল ইসলাম জানান, ডেঙ্গু মোকাবিলায় যেসব দেশ সফলতা পেয়েছে, তাদের অভিজ্ঞতা ও আমাদের সমন্বিত প্রচেষ্টায় এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মরন কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী এবং বাংলাদেশে ইইউ প্রতিনিধি মি. মারিজিও চিয়ান প্রমূখ।

এমকে


মন্তব্য
জেলার খবর