২০০ কোটি টাকা ঋণ পাবেন ক্ষুদ্র ও নারী উদ্যোক্তারা

২৩ সেপ্টেম্বর ২০২১

দেশের ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের মাঝে চলতি অর্থবছরের ডিসেম্বরের মধ্যে ২শ’ কোটি টাকা সরকারি প্রণোদনার ঋণ বিতরণ করতে চায় এসএমই ফাউন্ডেশন। আর এ ঋণ বিতরণে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বেশি চায় তারা। ঋণটি বিতরণে ইতোমধ্যেই দেশের ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে তাদের। বৃহস্পতিবার এক সভায় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমানের দেয়া বক্তব্যে এসব তথ্য পাওয়া গেছে।চট্টগ্রামে নারী-উদ্যোক্তা-ব্যাংকার ম্যাচমেকিং সভায় এ নিয়ে কথা বলেন ড. মফিজুর রহমান।

প্রাপ্ত তথ্যানুযায়ী,  করোনায় গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে  যারা সরকারের প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণপ্রাপ্ত হননি, অগ্রাধিকারভুক্ত এসএমই সাব-সেক্টর এবং ক্লাস্টারের উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, ব্যাংক ঋণ না পাওয়া নতুন উদ্যোক্তা, পশ্চাৎপদ ও উপজাতীয় অঞ্চল, শারীরিকভাবে অক্ষম এবং তৃতীয় লিঙ্গের উদ্যোক্তারা এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারা পাবেন। ঋণ পাবেন ১ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত,  সুদের হার ৪ শতাংশ।  জামানত ছাড়া ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ার চেষ্টা করা হবে। সর্বোচ্চ ২৪টি সমান মাসিক কিস্তিতে এ ঋণ পরিশোধ করা যাবে।

করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দ্বিতীয় দফায় এ প্রণোদনা ঘোষণা করে সরকার। এ প্রণোদনার আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের মাঝে বিতরণের জন্য এ অর্থ এসএমই ফাউন্ডেশনের অনুকূলে বরাদ্দ দেয় সরকারের অর্থ বিভাগ।

অনুষ্ঠানে ড. মফিজুর রহমান জানান, গত অর্থবছরে প্রথম দফার প্রণোদনার আওতায় ১০০ কোটি টাকা বিতরণ করা হয় এ ঋণ। এর মধ্যে ৬৬.৭৫ শতাংশ পুরুষ উদ্যোক্তা এবং ৩৩.২৫ শতাংশ ঋণ নারী-উদ্যোক্তা ছিল। নারী উদ্যোক্তদের অংশগ্রহণ বাড়াতে ঋণের জন্য কাগজপত্র তৈরি, নিয়মকানুন সম্পর্কে জানানো, ব্যাংকারদের সঙ্গে ম্যাচমেকিংসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ইন-চার্জ আবিদা মোস্তফা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর