আগামী মাসের ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে লক্ষ্যে বিভিন্ন দেশের জন্য কোয়ারেন্টাইন নির্ধারণ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশকে দেয়া হয়েছে ৬ দিনের কোয়ারেন্টাইন। অর্থাৎ ওমানে গিয়ে এই কয় দিনের কোয়ারেন্টাইনে থাকবেন টাইগাররা। তবে বায়ো-বাবলে থাকা দেশগুলোর জন্য এ সময়-সীমা শিথিল করা হয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের কোয়ারেন্টাইনের বিষয় নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘এখান থেকে করোনা নেগেটিভ টেস্ট রিপোর্ট নিয়ে যেতে হবে। সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এরপর ওখানে আমরা যতটুকু জানি ২৪ ঘণ্টার একটা কোয়ারেন্টিনের সময়সীমার কথা বলা আছে।’
আইসিসির পূর্নাঙ্গ নির্দেশনা আমরা এখনো হাতে পাইনি উল্লেখ করে দেবাশীষ চৌধুরি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে ৬ দিনের কোয়ারেন্টিনের নির্দেশনা আইসিসি আপাতত সবাইকে দিচ্ছে। যে দলগুলো বায়ো-বাবলের মধ্যেই আছে তারা যদি চার্টার্ড ফ্লাইট ব্যবহার করে সেক্ষেত্রে তাদের ৬ দিনের কোয়ারেন্টিন মওকুফ হবে।’