একটি ছবি ৫ কোটি টাকা!

২৪ সেপ্টেম্বর ২০২১

রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি পাঁচ লক্ষ পাউন্ডে তথা পাঁচ কোটি টাকায় বিক্রি হয়েছে। 

১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে আঁকা ছবিটির নাম নিলাম সংস্থা ক্রিস্টিজ়ের সাইটে ‘যুগল’ বলে উল্লেখ করা হয়েছে।

২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। 


মন্তব্য
জেলার খবর