ইরানকে ঠেকানোর পক্ষে সৌদি আরব

২৪ সেপ্টেম্বর ২০২১

ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠা থেকে বিরত রাখার আন্তর্জাতিক প্রচেষ্টাকে সৌদি আরব সমর্থন করে।

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে রেকর্ড করা এক ভিডিও ভাষণে একথা জানিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

তিনি বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র মু্ক্ত রাখার উপর জোর দেয়। আমরা ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়া ঠেকাতে চাই। ইরান আমাদের প্রতিবেশী। আমরা আশা করছি, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমাদের প্রাথমিক আলোচনা এগিয়ে যাবে।

রয়টার্স


মন্তব্য
জেলার খবর