ফায়ার সার্ভিসে চাকরি

২৪ সেপ্টেম্বর ২০২১

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ডুবুরি পদে মোট ১৪ জনকে নিয়োগ দেবে। এ পদের জন্য গভীর পানিতে ডুব দিতে পারে এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

 

প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। দেশের যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি, শারীরিক ত্রুটিমুক্ত থাকতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত ফরমের সব কলাম নিজ হাতে সঠিকভাবে পূরণ করে স্বাক্ষরসহ আবেদন করতে হবে।

 

আবেদনপত্র ও আবেদনের বিষয়ে বিস্তারিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fireservice.gov.bd) পাওয়া যাবে।


মন্তব্য
জেলার খবর