ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের নিয়োগ পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েচে। আগামী ১ অক্টোবর সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সিস্টেম অ্যানালিস্ট ও প্রোগ্রামার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২ অক্টোবর সকাল ৯টা থেকে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, কাঁটাবন, নীলক্ষেত, ঢাকায় নিয়োগ বোর্ডের আওতায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার ফলাফল পরীক্ষাকেন্দ্রের নোটিশ বোর্ড ও ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১ অক্টোবরে সন্ধ্যা ৭টার পর প্রকাশ করা হবে। সব পদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২ অক্টোবরের পরে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.minland.gov.bd) প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের আসনবিন্যাস ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২৩ সেপ্টেম্বরে থেকে এবং মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয় দরজায় ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ পরীক্ষার আগের দিন পাওয়া যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://minland.gov.bd/sites/default/files/files/minland.portal.gov.bd/notices/0e61a67a_c290_494f_b18d_2bc3adc76819/seat%20plan.pdf