লেনদেন কমেছে প্রায় ৩০০ কোটি টাকা

২৪ সেপ্টেম্বর ২০২১

আগের দিনের তুলনায় বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ২৯৮ কোটি ২৫ লাখ টাকা। আর বাজার মূলধন বেড়েছে ৮৭৭ কোটি টাকা। ছিল সূচকগুলোর মিশ্র প্রবণতা। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৮৫টির আর অপরিবর্তিত ছিল বাকি ৪৫টির। এদিন ছিল সপ্তাহের শেষ কার্যদিবস।

তথ্য বলছে, তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৮ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে সাত হাজার ২৫০ দশমিক ৬০ পয়েন্টে, ডিএসইএস এক দশমিক ৪৬ পয়েন্ট কমে এক হাজার ৫৮১ দশমিক ০৫ পয়েন্টে আর শূন্য দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৭৩ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে ডিএস-৩০। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি টাকায়। লেনদেন হয় এক হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ১৫০ কোটি ৬৮ লাখ টাকা।

বৃহস্পতিবার শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র ছিল লেনদেনে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে ইভিন্স টেক্সটাইল লিমিটেড শীর্ষে ওঠে আসে। শীর্ষে অবস্থান নেয়া কোম্পানির শেয়ার লেনদেন হয় ৯৬ কোটি ৯০ লাখ টাকার। দর বৃদ্ধি পায় ৮ দশমিক ৮৭ শতাংশ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর