চার সন্তানের জননীর লাশ উদ্ধার

২৪ সেপ্টেম্বর ২০২১

ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে নাজমা বেগম (৩৮) নামের চার সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আবুগঞ্জ বাজার এলাকায় স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তার আগে নিজের বসতঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ নামান তার পরিবারের সদস্যরা। নাজমা বেগম সিদ্দিকের স্ত্রী।


নাজমা বেগমের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাজমা বেগমের সঙ্গে তার ননদের মনমালিন্য চলছিল। বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের এ মনমালিন্যের অবসান ঘটিয়ে দেন। পরে তিনি ঘুমিয়ে পড়েন। রাত দুটার দিকে নাজমা বেগমের মেয়ে ঝুমুর তাকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেন। এরপরে লাশটি নামানো হয়।

এদিকে পুলিশ সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


কামরুজ্জামান শাহীন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর