ভোটের মাধ্যমে ক্ষমতায় না আসায় বর্তমান সরকারকে আতঙ্ক তাড়া করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, এত ভয় কীসের? শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে থাকবে কেন? শুক্রবার রাজধানী ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন। কিসের আতঙ্ক স্পষ্ট না করলেও বলেছেন, কোথায় থেকে আন্দোলনের ঢেউ আসে... এ জন্য সরকার ভীত।
রিজভী বলেন, ক্যাম্পাসে সিসি টিভি বসানোর কথা বলেছে কর্তৃপক্ষ। তাহলে এতদিন রাজনৈতিক কারণেই কী বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে? রিজভী বলেন, জিনিসপত্রের দাম হু-হু করে বাড়ছে। মানুষের আমানতের ওপর সুদ কমিয়ে দেয়া হয়েছে। সরকার চায় মানুষ মরুক। তারা প্লেনে প্লেনে ঘুরে বেড়াবেন, কিন্তু মানুষ মরবে–যোগ করেন রিজভী।
এমকে