অনার্স পড়ালেই জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোর নামের সঙ্গে বিশ্ববিদ্যালয় লেখা যাবে না। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনায় কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোর নামের সঙ্গে ব্যবহার করা ‘বিশ্ববিদ্যালয়’ শব্দ ১৫ কার্যদিবসের মধ্যে প্রত্যাহারের কথা বলা হয়েছে তাদের অধিভুক্ত কলেজগুলোকে।
নির্দেশনায় বলা হয়, এ সময়ের মধ্যে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দটি প্রত্যাহার করে বিষয়টি বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে। বেধে দেয়া সময়ের মধ্য ‘বিশ্ববিদ্যালয়’ শব্দটি প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ নাম ব্যবহার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশন পরিপন্থী। সংশ্লিষ্ট সব ডিন ও রেজিস্টারসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এমকে