মঙ্গলে টানা দেড় ঘন্টা ভূমিকম্প

২৪ সেপ্টেম্বর ২০২১

দুই এক মিনিট নয় টানা দেড় ঘন্টা ধরে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২। দীর্ঘস্থায়ী এ ভূমিকম্প পৃথিবীতে নয়, সংঘঠিত হয়েছে শনিবার মঙ্গল গ্রহের মাটিতে। এমনটাই দাবি মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার।

 

গত ২৫ আগস্ট মঙ্গলে আরো দুটি ভূমিকম্প সংঘটিত হয়। যার তীব্রতা ছিল ৪ দশমিক ২ এবং ৪ দশমিক ১ ম্যাগনিটিউড। কিন্তু সেগুলো এতো দীর্ঘস্থায়ী হয়নি। এর আগে ২০১৯ সালে নাসার মঙ্গলযান সর্বোচ্চ ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প পর্যবেক্ষণ করেছিল।

 

ইনসাইট ল্যান্ডারের দায়িত্বে থাকা প্রধান বিজ্ঞানী ব্রুস ব্যানার্ড বলছেন, ‘মনে হচ্ছে, মঙ্গলে ছোট ভূমিকম্পের সংখ্যা অপেক্ষাকৃত কম, তার চেয়ে কম ভূমিকম্প আছে। এটি রহস্যময়।

 

ইনসাইট মঙ্গলযানটি এখন পর্যন্ত সব মিলিয়ে ৭০০–এর বেশি ভূমিকম্প শনাক্ত করেছে। এতে করে বিজ্ঞানীরা ধারণা করছেন, তাদের ধারণার চেয়ে মঙ্গলের ভূত্বক অনেক পাতলা। গ্রহাণুর প্রভাবে ভেঙে গেছে। মঙ্গলের ভূত্বক শুষ্ক ও ভঙ্গুর হওয়ায় এখানে পৃথিবীর চেয়ে বেশিক্ষণ ভূমিকম্প হয়। মঙ্গল গ্রহে গলিত কোর রয়েছে। তবে পৃথিবীর মতোই গলিত কোরের ভেতরে কঠিন কোর আছে কি না, তা নিশ্চিত করে বলতে পারছেন না বিজ্ঞানীরা।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর