আট দশমিক ৫৩ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে, শনাক্ত হয়েছে দুই হাজার ২৩১ জন। মোট আক্রান্তের মধ্যে মারা গেছেন তিন জন, আর সুস্থ হয়েছেন ২০৮ জন। সোমবার (১০ জানুয়ারি) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় দেশে করোনার পরিস্থিতি ছিল এমনই। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর বলছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১০৫ জন। ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৯৩৮টি। শনাক্তের হার ১৩ দশমিক ৬৪।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৬ হাজার ৮১৬টি, পরীক্ষা হয়েছে ২৬ হাজার ১৪৩টি। মারা যাওয়া তিন জনই পুরুষ। বিভাগের মধ্যে ঢাকার দুই জন আর রাজশাহীর একজন। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়েছে।
এমকে