নির্বাচনের সময় জোট করা নিয়ে ভাববে জাপা

১৬ ফেব্রুয়ারী ২০২২

১৯৯১ সালের পর আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় এসে তাদের সুবিধামতো সংবিধান কাটাকাটির মাধ্যমে গণতন্ত্র ধ্বংস করেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা জিএম কাদের। বলেছেন, দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। সামনে জাতীয় সংসদ নির্বাচনে কার সঙ্গে জোট হবে তা নির্বাচনের সময় দেখা যাবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। দলটির ঢাকা মহানগর দক্ষিণের তিনটি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

জিএম কাদের নির্বাচন প্রসঙ্গে বলেন, জানান, দেশে নির্বাচন এখন প্রহসন হয়ে গেছে। আর নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে মানুষ। সভায় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন জিএম কাদের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর