২৪ ঘণ্টায় মারা গেছেন ২৫ করোনা রোগী

২৫ সেপ্টেম্বর ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৫ জন মারা গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮১৮ জনের। শনাক্তের হার চার দশমিক ৫৯। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬৫ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৩৯৩ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন। শনাক্তের হার ১৬ দশমিক ১৫।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ জন আর নারী ১১ জন। বিভাগের মধ্যে ঢাকার ১১ জন, চট্টগ্রামের ছয় জন, খুলনার চার জন আর দুই জন করে সিলেট ও রংপুর মিলে চার জন । সরকারি হাসপাতালে ১৯ জন ও বেসরকারি হাসপাতালে ছয় জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর