মন্তব্য
কানাডায় এক হাজার দিনেরও বেশি সময় গৃহবন্দি থাকার পর শনিবার নিজ দেশে পা রেখেছেন টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়াংঝু।
মেং বলেন, নিজের মহান মাতৃভূমিতে আসতে পেরে কান্নায় আমার চোখ ঝাপসা হয়ে উঠেছে। একটি শক্তিশালী মাতৃভূমি ছাড়া কোনোদিনও আমার পক্ষে মুক্ত হওয়া সম্ভব হতো না।
ব্যাংক জালিয়াতির অভিযোগে আটকের পর তিন বছর ধরে কঠোর নজরদারিতে ছিলেন তিনি।
রয়টার্স