গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে- শনাক্ত হয়েছে তিন হাজার ৯২৯ জন, মারা গেছেন ১৫ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় চার হাজার ৭৪৬ জন, মারা যায় ৩৪ জন। স্বাস্থ্য অধিদফতরের বুধবার (১৬ ফেব্রুয়ারি) ও তার আগের দিনের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণে পাওয়া গেছে এ তথ্য।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় ১২ দশমিক ২০ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ছিল । মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৫৭ জন।
অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৮৮৭ জন, সুস্থ হয়েছেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৪৫২টি। শনাক্তের হার ১৪ দশমিক ৬৮।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৮৭৭টি, পরীক্ষা হয়েছে ৩২ হাজার ২০৭টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন আর নারী পাঁচজন। বিভাগের মধ্যে ঢাকার পাঁচজন, চট্টগ্রামের চারজন, খুলনার দুইজন আর রাজশাহী, বরিশাল সিলেট ও রংপুরে একজন করে আছেন। সরকারি হাসপাতালে ১৩ জন ও বেসরকারি হাসপাতালে দুইজন চিকিৎসা চলা অবস্থায় মারা গেছেন ।
এমকে