৫ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র তমালের

২৫ সেপ্টেম্বর ২০২১

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :

নিখোঁজের ৫ দিন পেরিয়ে গেলেও  সন্ধান মেলেনি বাগেরহাটের  রামপালের কলেজছাত্র তমাল পাল (২০)’র। এনিয়ে ভেঙে পড়েছে তার পরিবার, পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছে অজানা আতঙ্ক।তমাল উপজেলার গোবিন্দপুর গ্রামের স্কুলশিক্ষক তুষার কুমার পালের ছেলে ও বাগেরহাট সরকারী পিসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। গত সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

পুলিশ এবং তমালের পারিবারিক সূত্রে জানা গেছে,  পরীক্ষার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। বিকাল গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় মোবাইলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার পরিবারের সদস্যরা। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ এবং ফেসবুক একাউন্টও ডিএ্যাকটিভ পাওয়া যায়।

তমালের বাবা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেবার পরও কোনো সন্ধান না পাওয়ায় বুধবার (২২ সেপ্টেম্বর) রামপাল থানায় এ বিষয়ে জিডি করা হয়েছে। বিষয়টি খুলনা র‌্যাবকেও জানানো হয়েছে। কেউ সন্ধান পেলে তার মোবাইল ০১৭২৭ -৪৭২৩৭৯ নম্বরে জানানোর অনুরোধ করেন তিনি।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সামসুদ্দিন জানান, তমালের সন্ধানে থানা পুলিশ দেশের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের সব প্রচেষ্টা অব্যাহত আছে।   

 

অমিত পাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর