মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখানে খালে মাছ ধরতে যাওয়ার পথে পল্লী বিদ্যুতের মূল লাইনের ছেঁড়া তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন আ. রসিদ (৮০) নামের এক বৃদ্ধ। শনিবার ভোর ৫ টার দিকে সৈয়দপুর ইউনিয়নে খালপাড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আঃ. রসিদ উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে বাসিন্দা। তিনি পেশায় জেলে ছিলেন।
আ.রসিদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে তারটি রাস্তায় পড়েছিল। বিদ্যুতায়িত হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কামরুজ্জামান শাহীন/এমকে