করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পুনরুদ্ধারে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ডলার প্রতি ৮৫ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২ হাজার ১২৫ কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, অবকাঠামো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে উজ্জীবিত করতে ব্যয় করা হবে এ অর্থ। শনিবার বিকালে ঢাকায় এডিবির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এডিবি বলছে, তাদের ৫০ কোটি ডলারের টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের সাব-প্রোগ্রাম থেকে প্রথমবারের মতো এ ঋণ দেয়া হচ্ছে, ঋণটি দেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্যগুলির সঙ্গে সংযুক্ত। এ ঋণ ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে সরকারকে সাহায্য করবে। কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসায় অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারিত করার পাশাপাশি কুটির, ক্ষুদ্র এবং মাঝারি ধরনের উদ্যোগের পুনরুদ্ধার এবং বৃদ্ধিতেও সহায়তা করবে এ ঋণ।
এমকে