গণতন্ত্র ধ্বংসকারীরাই নির্বাচন কমিশন গঠন আইন পাস করবে

২৫ সেপ্টেম্বর ২০২১

নির্বাচন কমিশন গঠন আইনের প্রণেতাদের বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আইনটা করবে কে? যারা গণতন্ত্র ধ্বংস করছে; জনগণের সব অধিকার হরণ করে নিচ্ছে, তারাই এ আইনটা পাস করবে জাতীয় সংসদে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের একটি সংগঠনের সভায় নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা তোলেন মির্জা ফখরুল।

ফখরুল জানান, এ আইন পাস করবে জাতীয় সংসদ, সেখানে আওয়ামী লীগ ছাড়া আর কিছু নেই। তাই যারা নির্বাচনের আইন করতে চান, তাদের বিষয়টি লক্ষ্য রাখা উচিত।

নির্বাচন কমিশন গঠন আইন করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন দেশের ৫২ বিশিষ্টজন।শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহবান জানান। এরপরই বিষয়টি নিয়ে কথা বলেন মির্জা ফখরুল।

বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে একটা আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেই সঙ্গে নির্বাচন ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল।

এমকে


মন্তব্য
জেলার খবর